সম্মানিত কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫০% সরকারি ভর্তুকি মূল্যে নিম্ন লিখিত কৃষিযন্ত্র ক্রয়ে আগ্রহী কৃষকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা হচ্ছে।
♦ যে সব যন্ত্র ক্রয় করা যাবে :
১। কম্বাইন হারভেস্টার ( ধান, গম, ভূট্টা ) একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই করার যন্ত্র।
২। রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপন যন্ত্র)
৩।রিপার (ধান,গম কাটার যন্ত্র)
৪। মেইজ শেলার ( ভূট্টা মাড়াই যন্ত্র)
৫। রিপার বাইন্ডার
৬। পাওয়ার স্প্রেয়ার
♦ প্রয়োজনীয় কাগজঃ
১।নির্ধারিত ফরমে আবেদনপত্র
২।জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
৩।পাসপোর্ট সাইজের ২ কপি ছবি,
৪।আপনার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার সুপারিশনামা
♦ আবেদন জমার শেষ সময়ঃ ১৫ এপ্রিল ২০২৪ খ্রি:
# স্থানঃ উপজেলা কৃষি অফিস, চরভদ্রাসন,ফরিদপুর।
# বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার / উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস