সুখবর! সুখবর!! সুখবর!!!
চরভদ্রাসন উপজেলার সম্মানিত কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা সর্বোচ্চ ৫০% সরকারি ভর্তুকি মুল্যে নিন্মলিখিত কৃষি যন্ত্র ক্রয়ে আগ্রহী তাদের কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা হচ্ছে।।
**যে সব যন্ত্র ক্রয় করা যাবেঃ
♥ কম্বাইন হার্ভেস্টর ( ধান, গম, ভূট্টা) একই সাথে কাটা, মাড়াই, মাড়াই, ঝাড়াই করার যন্ত্র।
♥ রাইস ট্রান্সপ্লান্টার ( ধান রোপন যন্ত্র ; ওয়াকিং ও রাইডিং টাইপ)
❤️ রিপার ( ধান, গম কাটার যন্ত্র)
♥ রিপার বাইন্ডার
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। কৃষি কার্ড এর ফটোকপি,
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ৩। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ৪। মোবাইল নাম্বার
**আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময়ঃ ১৫ নভেম্বর ২০২৩। নির্ধারিত তারিখের পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
**আবেদন জমার স্থানঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, চরভদ্রাসন,ফরিদপুর।
বিস্তারিত তথ্যের জন্যে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার / উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস