মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক "১ ইঞ্চি জমিও অনাবতি রাখা যাবে না" মর্মে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসন যৌথভাবে বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছে। চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করন এবং অনাবাদি জায়গা আবাদের আওতায় আনার জন্যই এহেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী মিরাজ ব্যাপারী বলেন, কৃষি অফিস থেকে আমাদের ঘরের আশেপাশে সবজি উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং বীজ ও বিনামূল্যে পেলাম। এখন আমরা নিজের সবজি নিজেই উৎপাদন করতে পারবো।
এছাড়াও সালমা,লাবনী,লক্ষী শিকদার,সেক সহিদ,আসমা সহ আরো অনেকে তাদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন।
উপজেলা কৃষি অফিসার, চরভদ্রাসন জনাব মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন,উপজেলার পতিত জমি আবাদের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি, আশা করছি খুবই স্বল্প সময়ের ভিতর চরভদ্রাসনের চরাঞ্চলের পতিত জায়গাগুলো আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস